মাইলস্টোন: এক আগুনের নদী

প্লেন ক্র্যাশ (সেপ্টেম্বর ২০২৫)

মোঃ মাইদুল সরকার
  • ৫২
আকাশে আজ উড়বে একটি স্বপ্ন সাথে একটি সাফল্যের পালক
কয়েকটা চক্কর মেরে ফিরে আসবে আবার মাটির বুকে শুরু হবে নতুন এক জীবন
এদিকে ছেলেটা আজ মোরগ পোলও খেতে চয়েছে, মা তাই আজ ব্যস্ত
ছেলেকে স্কুলে দিয়ে মায়ের মধ্যহ্ন ভোজে সেকি আয়োজন যেন কিছু বাদ না পরে।
ওদিকে নুডলস এর কৌটা ব্যাগেরর পকেটে দিয়ে আরেক মা যেন হাফ ছেড়ে বাঁছলেন
মেয়ের টিফিন নিয়ে আজ আর কোন চিন্তা তাকে পেয়ে বসবেনা ।
তাড়া হুরোয় নাস্তা না খেয়েই শিক্ষক বেড়িয়ে পড়লেন ক্লাসের উদ্দেশ্যে
কত জনের কত কাজ, কত কথা, কত ব্যস্ততা, ছুটি হবে একটু পরে-
কিন্তু কোথা থেকে একটি প্লেন হঠাৎ আছড়ে পড়ে মাইলস্টোন স্কুলে
মূহুর্তেই আগুনের নদী হয়ে যায় শ্রেণী কক্ষ, সিড়ি, করিডোর আর রাস্তা
একজন পাইলটের স্বপ্নের অপমৃত্যু ঘটে সাফল্যের পালক ছিটকে যায়
মাটিতে আর প্রোথিত হয় না শিকড়, নববধূ হয় বিধবা, বাব-মা সন্তান হারা।
মায়ের হাত থেকে তরকারিটা পরে যায়, কিছু ঘটেছে কি ? কুডাক ডাকে মনে
মেয়েটা টিফিন খেতে বসেছিল, নুডলসের কৌটা ছিটকে পড়ে
আগুনের নদীতে ভাসতে ভাসতে সে নিজেই নুডলসের মত সিদ্ধ হয়ে যায়
পুড়ে যায় অগনিত দেহ, স্বপ্ন আর শরীর অঙ্গার হয় আগুন নদীর স্রোতে।
পোড়া শরীর নিয়ে আর কতজনকে বাঁচাতে পারলে মন তৃপ্ত হবে
সেই উত্তর জানার আগেই পরপারে পারি জমালেন শিক্ষক নামের বটবৃক্ষ।


পোড়া গন্ধে চারদিক অস্থির বাতাস, আহ! কি নির্মম নিদারুন মৃত্যু ঘটলো
নিষ্পাপ হাসি মাখা মুখগুলোর, কি শান্তনা দেবে তাদের যাদের বুক হল খালি
বুকের চেয়ে আজ যে বেদনা বড় বেশি হয়ে গেছে, সবইবার ক্ষমতা যে নেই কারো
মাইলস্টোন নিঃশব্দ পতনের দিন যেখানে শিশুদের ব্যগ, বই, খাতা কথা বলে-
মাইলস্টোন যেন আগুনের নদী কিছু বুঝে উঠার আগে কতগুলো জীবন নিয়েছে কেড়ে
মায়ের কান্না, বাবার আহাজারী আর হাজার ডাকে ওরাতো আসবেনা কখনো ফিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি এদিকে ছেলেটা আজ মোরগ পোলও খেতে চয়েছে, মা তাই আজ ব্যস্ত ঃঃ ভালো লেগেছে কয়েকটা বানান মিসটেক চোখে পড়লো।একটু সচেন হতে হবে।
মেহেদী মারুফ আপনার কবিতায় যেন সেদিনের সেই ভয়াবহতা ফুটে উঠেছে। বেশ সুন্দর করে সাজিয়ে লিখেছেন আপনার কবিতার বর্ণনায়। পড়তে পড়তে বুকের ভেতরে কেঁপে উঠছে। কি নিদারুণ ভয় আর শঙ্কিত প্রাণ!! শুভ কামনা রইলো। আপনার প্রতিভা আরও বিকশিত হোক।
সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মত মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
doel paki আহা কি হৃদয়বিদারক ছিল সেই সময়, কেই দিন, সেই ক্ষণ।
ধন্যবাদ। সত্যি সেদিনের বেদনা শেষ হবার নয়।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে রচিত কবিতা।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ১১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "হতাশা”
কবিতার বিষয় "হতাশা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর,২০২৫